ভিডিও দেখে রান্না শিখবে রোবট
টিভিতে বা ইউটিউবে যেসব কুকিং শো হয়, সেগুলো দেখে হুবহু একই রকমের খাবার বানাতে পারবে রোবট। রোবটিক শেফটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষকরা। এখন পর্যন্ত শুধু ৯ রকমের সালাদ বানাতে পারছে রোবটটি। তবে এখন পর্যন্ত অনেক রোবট শেফ তৈরি করা হলেও সেগুলো বাণিজ্যিকভাবে লাগানো বেশ মুশকিল।