থ্রিডি প্রিন্টেড ভায়োলিন
তারযুক্ত কাঠের বাদ্যযন্ত্রগুলো সাধারণত হাতে তৈরি করা হয়ে থাকে। অনেক সময় শতাব্দী-পুরনো বাদ্যযন্ত্রগুলোর দাম লাখ টাকার ওপরে চলে যায়। তবে থ্রিডি প্রিন্ট করলে যে ভায়োলিনের দাম অনেক কমে যাবে তা আগেই জানতেন ড. মেরি এলিজাবেথ ব্রাউন। বিভিন্ন কনসার্টে তিনি ভায়োলিন বাজান।