আইফোন ১৪ সিরিজ বাদে অন্য সব আইফোন মডেলের ব্যাটারি পরিবর্তনের খরচ বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলে অতিরিক্ত ২০ ডলার খরচ করতে হবে ব্যবহারকারীদের। তবে যারা
অ্যাপলকেয়ার প্লাস সেবার গ্রাহক, তাদের ক্ষেত্রে এই বর্ধিত দাম প্রযোজ্য হবে না। আপাতত আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১১ ও আইফোন ১০-এর ব্যাটারি পাল্টানোর খরচ ৬৯ ডলার।