জেলিফিশের মতো রোবটিক হাত
রোবট দিয়ে ভারী বা ভঙ্গুর জিনিস ওঠাতে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সেন্সর ও অ্যাডভান্সড মেশিন অ্যালগরিদম পদ্ধতি ব্যবহার না করলে ভাঙন ঠেকানো যায় না। তাই এর সমাধান খুঁজেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা জেলিফিশের অনুকরণে বানিয়েছেন এক রোবটিক হাত।