থ্রিডি প্রিন্ট হবে আঙুলের সন্ধিস্থল
রোগীভেদে ভিন্ন ভিন্ন আকারের জয়েন্ট বা সন্ধিস্থল তৈরি করে থ্রিডি প্রিন্টার। আর্থ্রাইটিস বা অন্য কোনো আঘাতের কারণে আঙুলের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করতে কাস্টম থ্রিডি প্রিন্টেড সন্ধিস্থল ব্যবহার করা হবে। এটি তৈরি করেছে জার্মানির ফ্রাউনহোফার রিসার্চ গ্রুপ।
সূত্র : নিউজঅ্যাটলাস
।