kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

এক টুইটেই পোস্ট হবে ছবি, ভিডিও জিআইএফ

টেক প্রতিদিন ডেস্ক   

৭ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক টুইটেই পোস্ট হবে ছবি, ভিডিও জিআইএফ

একই টুইটে টেক্সট, ছবি, জিআইএফ ও ভিডিও যুক্ত করার সুবিধা আনল টুইটার। একত্রে টেক্সট, চারটি ছবি, জিআইএফ ও ভিডিওকে বলা হয় ‘মিক্সড মিডিয়া’। আলাদা করে প্রতিটি মিক্সড মিডিয়া কনটেন্টের বর্ণনা দেওয়া যাবে টেক্সট লিখে। এর জন্য ছবি বা ভিডিওতে যুক্ত করতে হবে ‘এএলটি’ ট্যাগ।

বিজ্ঞাপন

এতে ক্লিক করলে ছবি বা ভিডিওর বর্ণনা পড়া যাবে। এর আগে একটি পোস্টে ছবি, জিআইএফ বা ভিডিওর মধ্যে যেকোনো একটি ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট বেছে নিতে হতো। এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, অনেক ভিজ্যুয়াল কনটেন্ট একসঙ্গে পোস্ট করতে পারলে ব্যবহারকারীরা আরো সহজে মনের ভাব প্রকাশ করতে পারবে। তাদের শুধু ২৮০ শব্দের ওপর নির্ভর করতে হবে না। আরো অনেকভাবে নিজেদের গল্প বলতে পারবে। আপাতত শুধু অ্যানড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহারকারীরা একত্রে সব কিছু পোস্ট করার সুযোগ পাবে। তবে ডেস্কটপ কম্পিউটার থেকে বা অন্য যেকোনো প্ল্যাটফরম থেকে এই ‘মিক্সড মিডিয়া’ টুইট দেখা যাবে। বৃহস্পতিবার টুইটার সাপোর্টের অফিশিয়াল পেজ থেকে এ তথ্য জানানো হয়।

সূত্র : গ্যাজেটস নাউসাতদিনের সেরা