৮০ হাজারবার খাবার ডেলিভারি ড্রোনের
চীনের শেজনেজ শহরের ওপর দিয়ে উড়ে চলছে ড্রোন। পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে খাবারের বক্স। ১৫ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে অর্ডার। এরিয়াল টেস্টের আওতায় এখন পর্যন্ত ড্রোনগুলো ৮০ হাজারবার ডেলিভারি সম্পন্ন করেছে।