kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

প্লে স্টোরে সহজে অ্যাপ খুঁজতে ‘আদার ডিভাইসেস’ ট্যাব

টেক প্রতিদিন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগুগল প্লে স্টোরে যুক্ত হচ্ছে ‘আদার ডিভাইসেস’ নামের একটি ট্যাব। এই ট্যাবে অ্যানড্রয়েডচালিত স্মার্ট টিভি, ক্রোমবুক ও ওয়্যার ওএস স্মার্ট ওয়াচ সম্পর্কিত অ্যাপ থাকবে। অর্থাৎ স্মার্টফোনভিত্তিক নয় এমন অ্যাপ সহজেই খুঁজে পাওয়া যাবে। গুগল প্লে স্টোরের হোম পেজে সর্বপ্রথম এই ট্যাব খুঁজে বের করে সংবাদমাধ্যম নাইনটুফাইভ গুগল।

বিজ্ঞাপন

‘আদার ডিভাইসেস’ ট্যাবটির আবার তিনটি ভাগ থাকবে। যেমন : ওয়্যার ওএস, অ্যানড্রয়েড টিভি ও অ্যানড্রয়েড অটো। শুধু অ্যাপ খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি সহজ করতেই গুগল এই আলাদা ট্যাব আনছে। এর অন্য কোনো কার্যকারিতা নেই। এরই মধ্যে অ্যাপটির আপডেট পাঠানো শুরু করেছে গুগল।

 সূত্র : বিবিসিসাতদিনের সেরা