kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

চীনের সঙ্গে প্রতিযোগিতা

প্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

টেক প্রতিদিন ডেস্ক   

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রযুক্তি খাতে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এসংক্রান্ত একটি আইনও পাস করেন তিনি। হাই-টেক পণ্য উৎপাদন ও প্রযুক্তিবিষয়ক বিজ্ঞাননির্ভর গবেষণা, রোবটিকস ও ওয়্যারলেস কমিউনিকেশন উন্নত করে তুলতে এই বিনিয়োগ কাজে লাগানো হবে। যারা কম্পিউটার চিপ তৈরি করবে তাদের জন্য কর মওকুফের সুবিধাও এই বিনিয়োগের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবসায়ীরা চীনের ওপর নির্ভরতা কমাতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া তীব্র চিপসংকট কাটিয়ে উঠতে বিনিয়োগ বাড়ানোর দাবি আরো জোরালো হয়ে ওঠে। ডেমোক্রেটিক দলের সিনেট সদস্য চাক শুমার এই আইনকে ‘গেম চেঞ্জার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমাদের পরাজয় চাইছে চীন। তারা ভেবেছে, হাত গুটিয়ে বসে থাকব আমরা। চিপস ও সায়েন্স আইন কার্যকর করার মাধ্যমে স্পষ্ট করে জানাতে চাই, এই শতাব্দীও যুুক্তরাষ্ট্রেরই হতে যাচ্ছে। ’ উল্লেখ্য, ১৯৯০ সালে সারা বিশ্বের মোট চাহিদার ৪০ শতাংশ উৎপাদন করত যুক্তরাষ্ট্র। এখন তা কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। চীনা দূতাবাস এই আইনের বিরোধিতা করে বলেছে, ‘ঠাণ্ডা যুদ্ধ চালানোর মানসিকতা থেকে এমন আইন পাস করা হয়েছে। ’

সূত্র : বিবিসিসাতদিনের সেরা