kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

চিপসংকট কাটাতে টাটা ও রেনেসাসের চুক্তি

টেক প্রতিদিন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিপসংকট কাটাতে টাটা ও রেনেসাসের চুক্তি

ভারতের টাটা মোটরস ও জাপানি চিপ নির্মাতা প্রতিষ্ঠান রেনেসাস ইলেকট্রনিকস যৌথভাবে চিপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। চিপের ডিজাইন ও উন্নয়নে তারা কাজ করবে একসঙ্গে। বিশ্বজুড়ে অটোমোবাইল ও ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিতে চিপের সংকট চলছে। এ অবস্থা কাটিয়ে ওঠার প্রয়াস হিসেবেই এ চুক্তি করেছে তারা।

বিজ্ঞাপন

টাটা গ্রুপের অধীন টেজাস নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে রেনেসাস। জাপানি কম্পানি রেনেসাস অত্যাধুনিক মানের সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে। প্রাথমিকভাবে চিপগুলো শুধু ভারতের বাজারে পাওয়া যাবে। পরে এগুলো বিশ্ববাজারে সরবরাহ করা হবে।

এদিকে সংকটের কারণে চিপ নিয়ে প্রতারণার ঘটনাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক রিসেলারস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল (ইআরএআই) চিপসংক্রান্ত প্রতারণার ঘটনা তদন্ত করেছে। তাদের দাবি, ২০২১ সালে চিপ জালিয়াতির ঘটনা ঘটেছে ১০১টি। লকডাউনের কারণে চিপ উৎপাদনের কাজে ছেদ পড়তে শুরু করে ২০২০ সালে। আগামী বছরের আগে এই সংকট কাটবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব জিনা রাইমোন্ডো।     

 সূত্র : গ্যাজেটস নাউসাতদিনের সেরা