ভূমি জরিপের কাজে নামতে গেলে অনেক সময় জলকাদায় মাখামাখি হতে হয়। জলাশয়ের ধারের এসব জায়গায় যাওয়ার জন্য তাই উভচর রোবট ‘হেলিক্স’ তৈরি করেছে কানাডার কম্পানি ‘কপারস্টোন টেকনোলজিস’। এতে আছে স্ক্রুর মতো চারটি চাকা। মাটিতে তো বটেই পাথুরে পাহাড়, বরফ কিংবা পানিতেও এটি চলতে পারবে।
বিজ্ঞাপন
সূত্র : ম্যাশেবল