যা শিখিয়ে দেওয়া হয়, এর বাইরেও যে রোবট কাজ করতে পারে, তার অন্যতম উদাহরণ ‘আই-ডা’। হাত, ক্যামেরা ও এআই অ্যালগরিদমের সাহায্যে চারটি পোর্ট্রেট এঁকেছে এই রোবট। এটি তৈরির পরিকল্পনা চিত্রশিল্পী ও আর্ট গ্যালারির পরিচালক আইডেন মেলারের। আর রোবটটি বানিয়েছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্ড আর্টস।
বিজ্ঞাপন