kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

ফটো ফিচার

১৯ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ফটো ফিচার

মঙ্গল গ্রহেও কি ভূমিকম্প হয়? ল্যান্ডমার্ক মার্স রোবটের কল্যাণে আমরা এখন নিশ্চিত যে মঙ্গলও কেঁপে ওঠে। তিন বছর ধরে মঙ্গলের নানা তথ্য পৃথিবীতে পাঠিয়েছে এই রোবট। এই সময়ের মধ্যে লাল গ্রহটির এক হাজারের বেশি ভূমিকম্পের তথ্য সংগ্রহ করেছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতিহাসের সাক্ষী এই রোবটের ব্যাটারি ফুরিয়ে আসছে।

বিজ্ঞাপন

২০১৮ সালের নভেম্বরে এটি মঙ্গলের মাটিতে নামে। তখনকার ১০ ভাগের এক ভাগ শক্তি শুধু অবশিষ্ট আছে এতে। তাই চলতি বছরের শেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে রোবটটির মঙ্গল মিশনেরও।   সূত্র : ম্যাশেবল



সাতদিনের সেরা