নামে রোবট হলেও দেখতে কিছুটা ঠেলাগাড়ির মতো। তবে এই ঠেলাগাড়ি নিজে নিজেই পথ চিনে উবার ইটসের গ্রাহকদের কাছে খাবারের প্যাকেট নিয়ে যাবে। আপাতত শুধু ক্যালিফোর্নিয়া রাজ্যের শান্তা মনিকা ও ওয়েস্ট হলিউড শহরের পথেঘাটেই একে দেখা যাবে। চার চাকার রোবটটির ওপরে একটি স্ক্রিন থাকবে।
বিজ্ঞাপন
সূত্র : মোবাইল রোবট গাইড