সাশ্রয়ী মূল্যের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কেরোন্ডা সিরিজের ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ। এতে ব্যবহূত হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে, ইন্টেলের দ্বাদশ প্রজন্মের ৩.৫০ গিগাহার্জ ক্লকরেটের কোর আই সেভেন ১২৭০০এইচ প্রসেসর, এনভিডিয়ার ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৩০৫০ জিডিডিআর৬ ভিডিও র্যাম, ৩২০০ মেগাহার্জ গতির ১৬ গিগাবাইট ডিডিআরফোর র্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য ফিচার।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, গেম খেলার পাশাপাশি ডিজাইন, সিমুলেশন ও গ্রাফিকসের ভারি কাজের উপযুক্ত ল্যাপটপটির দাম এক লাখ ২৯ হাজার ৯৯০ টাকা।