kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

প্রেস রিলিজ

একাদশ প্রজন্মের নতুন ওয়ালটন ল্যাপটপ

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকাদশ প্রজন্মের নতুন ওয়ালটন ল্যাপটপ

একাদশ প্রজন্মের প্রসেসরযুক্ত তিন মডেলের নতুন ল্যাপটপ বাজারে ছাড়ল দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মডেলভেদে ল্যাপটপগুলোয় ব্যবহৃত হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে, দ্রুতগতির এসএসডিসহ অত্যাধুনিক সব ফিচার। সঙ্গে গ্রাহক পাচ্ছে জেনুইন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, নতুন আসা কোরআই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১, কোরআই ফাইভ প্রসেসরযুক্ত মডেল এবং কোরআই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড এমএক্স১১ মডেলের ল্যাপটপগুলোর দাম যথাক্রমে ৫৭ হাজার ৫০০ টাকা, ৭১ হাজার ৫০০ টাকা এবং ৮৪ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপগুলো কিস্তিতেও কেনা যাবে। আর ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাওয়া যাবে দেশের সব ওয়ালটন প্লাজায়। শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা।সাতদিনের সেরা