নানা রকম ড্রোন তো দেখতেই পাওয়া যায়। সেসব ড্রোনের ওড়ার জন্য দরকার বিশাল আকাশ। মশার আকারের মাইক্রো এরিয়াল ড্রোনের কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। সেই চিন্তা থেকেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক তৈরি করেছেন এমনই এক রোবট।
বিজ্ঞাপন
সূত্র : এমআইটি নিউজ