kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

মুক্তপাঠে চালু হলো নতুন অনলাইন কোর্স

টেক প্রতিদিন ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তপাঠে চালু হলো নতুন অনলাইন কোর্স

প্রাথমিক স্তরের শ্রেণি উপযোগী বিভিন্ন ধরনের সহায়ক পঠনসামগ্রীর সুষ্ঠু ব্যবহার এবং সাপ্তাহিক এসআরএম পিরিয়ড যথাযথ পরিচালনার জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে মুক্তপাঠে (http://muktopaath.gov.bd/) যুক্ত হলো নতুন অনলাইন কোর্স। মুক্তপাঠ প্ল্যাটফর্মে তৈরি পাঠাগার ব্যবস্থাপনা ও পড়ার ঘণ্টা পরিচালনাবিষয়ক এই প্রশিক্ষণ কোর্সটির মাধ্যমে শিক্ষকরা খুব সহজেই পাঠাগার কার্যক্রম পরিচালনা কৌশল ও দক্ষতা অর্জন করতে পারবেন।

গতকাল এই অনলাইন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য শিখন-শেখানোবিষয়ক অনলাইন প্রশিক্ষণ প্রবর্তন অত্যন্ত সময়োপযোগী।

বিজ্ঞাপন

এ ক্ষেত্রে শিখন-শেখানোবিষয়ক প্রশিক্ষণ ই-লার্নিং পদ্ধতিতে রূপান্তর ও বাস্তবায়নে এটুআই ও রুম-টু-রিড বাংলাদেশের সমঝোতার ফলে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।সাতদিনের সেরা