kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

প্রেস রিলিজ

আইডিয়া-ইউজিসি সমঝোতা স্মারক সই

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে ইনোভেশন হাব তৈরি করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও আইডিয়া প্রকল্প। এ উপলক্ষে গত ২৪ নভেম্বর ইউজিসির সঙ্গে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী, উদ্যোক্তাদের কল্যাণে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও আইডিয়া প্রকল্প যৌথভাবে কাজ করবে, যেখানে প্রশিক্ষণ, গ্রুমিং, অনুদান    প্রদানসহ নানাভাবে উদীয়মান ও সম্ভাবনাময় স্টার্টআপ বা উদ্যোক্তাদের সহোযোগিতা করা হবে। এ ছাড়া ইউজিসির উদ্যোগে ‘মুজিব ১০০ আইডিয়া’ প্রতিযোগিতাটি প্রতিবছর আয়োজিত হবে, যেখান থেকে প্রাপ্ত শীর্ষ ১০০ উদ্যোগকে এই ইনোভেশন হাবের মাধ্যমে মেন্টরিং ও গ্রুমিং প্রদান করা হবে। একই সঙ্গে প্রতিযোগিতায় সেরা ১০ স্টার্টআপকে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের পরিচালক যু্গ্ম সচিব মো. আব্দুর রাকিব ও ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।সাতদিনের সেরা