kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

হংকংয়ে দেখা মিলল জ্যাক মার

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহংকংয়ে দেখা মিলল জ্যাক মার

জ্যাক মা

হংকংয়ে দেখা গেছে আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মাকে। তিনি সম্প্রতি সেখানে ব্যাবসায়িক সহযোগীদের সঙ্গে দেখা করেছেন। গত বছরের অক্টোবরে সাংহাইয়ে বক্তব্য দেওয়ার সময় চীনের আর্থিক নিয়ন্ত্রকদের সমালোচনা করেন আলিবাবার প্রতিষ্ঠাতা। এর পরই চীনা নিয়ন্ত্রকদের খড়্গ নেমে আসে তাঁর ব্যাবসায়িক সাম্রাজ্যের ওপর। বন্ধ হয়ে যায় তাঁর অ্যান্ট গ্রুপের মেগা ‘আইপিও’।

এরপর খুব কমই দেখা গেছে চীনা এ বিলিয়নেয়ারকে। ওই ঘটনার পর চীনের মূল ভূখণ্ডে হাতে গোনা কয়েকবার মাত্র জনসমুখে এসেছেন মা। গত অক্টোবরের পর এবারই প্রথম হংকংয়ে পা রাখলেন তিনি। রয়টার্স।সাতদিনের সেরা