kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

শিশুবান্ধব ওয়াচ ফোন ‘জেট১’

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশুবান্ধব ওয়াচ ফোন ‘জেট১’

চীনা কম্পানি ইমু নিয়ে এসেছে শিশুবান্ধব ওয়াচ ফোন ‘জেট১’। হাতে পরে থাকা ৪জি সক্ষম এ ফোনঘড়ি দিয়ে শিশুরা মা-বাবার সঙ্গে সংযুক্ত থাকতে পারবে, ভিডিও কল এবং ছবি তুলতে পারবে। এর রেডিয়েশন শিশুদের চামড়ার জন্য নিরাপদ। মূল্য ৯৯ ডলার।

সূত্র : জিএসএমএরিনা।সাতদিনের সেরা