টোকিও ২০২০ অলিম্পিক গেমসের এক বিরতিতে বাস্কেট বল খেলছে রোবট কু। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তৈরি করেছে ৬ ফুট ১০ ইঞ্চি এই রোবট। সেন্সরের সাহায্যে বাস্কেটের দূরত্ব ও অবস্থান নির্ণয় করে কু তার হাত ও হাঁটু ব্যবহার করে খেলা চালিয়ে যেতে পারে।
সূত্র : এএফপি।