kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

ফাইভজি নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যে মুনাফা কমেছে হুয়াওয়ের

টেক প্রতিদিন ডেস্ক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফাইভজি নিষেধাজ্ঞায় যুক্তরাজ্যে মুনাফা কমেছে হুয়াওয়ের

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের টেলিকম সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। এর ফলে এই অঞ্চলে কম্পানিটির মুনাফা ও রাজস্ব কমেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিশ্বজুড়ে এই কম্পানির সরঞ্জাম ক্রয়ের বিরুদ্ধেও প্রচারণা চালায়। সে সময় ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য, ভারতসহ কিছু দেশ হুয়াওয়ের ফাইভজি সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করে। ফিন্যানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এর ফলে ২০২০ সালে যুক্তরাজ্যে কম্পানির বিক্রি আগের বছরের তুলনায় ২৭ শতাংশ কমে হয় ৯১৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ১.২৮ বিলিয়ন ডলার)। এর পাশাপাশি কম্পানির অপারেটিং মুনাফা এক-চতুর্থাংশ কমে হয়েছে ৩৬.৪ মিলিয়ন পাউন্ড। গিজমো চায়না।