বৈশ্বিক স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো স্মার্টফোনপ্রেমীদের জন্য দুর্দান্ত এক্সচেঞ্জ অফার চালু করেছে। গতকাল থেকে চালু হওয়া এই অফারের আওতায় ক্রেতারা সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট মডেলের অপো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। এই অফারটি গ্রীষ্মকালজুড়ে চলবে।
অফার চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের বর্তমানে ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ করে অপো এফ১৯ প্রো, এফ১৯ ও রেনো৫—এই তিনটি মডেলের স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন।