kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ফাইভজি রূপান্তর করছে জেডটিই

টেক প্রতিদিন ডেস্ক   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফাইভজি রূপান্তর করছে জেডটিই

নিরবচ্ছিন্নভাবে মোবাইল অপারেটরদের পঞ্চম প্রজন্মের সেবা রূপান্তরে ‘ডাইনামিক স্পেক্ট্রাম শেয়ারিং’ (ডিএসএস) সমাধানের বাস্তব প্রয়োগ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই। জেডটিই সুপার ডিএসএস নামে এই প্রযুক্তির মাধ্যমে বর্তমান তৃতীয় ও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের সেবা বজায় রেখে ট্রাই রেডিও এক্সেস টেকনোলজির মাধ্যমে ফাইভজি প্রযুক্তিতে রূপান্তর ঘটায়। প্রতিষ্ঠানটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় জেডটিই সুপার ডিএসএস প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছে, যা ওই অঞ্চলে প্রথম ডাইনামিক স্পেক্ট্রাম শেয়ারিং। বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের তরঙ্গসেবায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বরাদ্দ করা ১৫ মেগাহার্জ ব্যান্ডউইথ সীমার মধ্যে থেকে ২.১ গিগাহার্জ স্পেক্ট্রামে জেডটিইর সুপার ডিএসএস প্রযুক্তির বাস্তবায়ন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার নেটওয়ার্ক অপারেটরের পরীক্ষায় দেখা যায়, ২.১ গিগাহার্জ তরঙ্গে ফাইভজি চালু করা সম্ভব এবং একই সময়ে ফোরজির ব্যবহার বেড়েছে ৩৯.৮৫ শতাংশ।সাতদিনের সেরা