kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

চলে গেলেন অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা

টেক প্রতিদিন ডেস্ক   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা

অ্যাডোবির সহপ্রতিষ্ঠাতা চার্লস গেশকে ৮১ বছর বয়সে মারা গেছেন। গেশকের হাত ধরে অ্যাডোবি যাত্রা শুরু করে ১৯৮২ সালে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেশক শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাডোবি প্রধান নির্বাহী শান্তানু নারায়েন জানিয়েছেন, চাক নামে সুপরিচিত গেশকে ডেস্কটপ পাবলিশিং বিপ্লবের স্ফুলিঙ্গটা ছড়িয়ে দিয়েছিলেন তিনি।