kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

চীনে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৬৭ শতাংশ

টেক প্রতিদিন ডেস্ক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৬৭ শতাংশ

করোনায় অর্থনৈতিক মন্দার মাঝেও স্মার্টফোনের বাজারে জোরালো প্রবৃদ্ধি এসেছে চীনে। গতকাল চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস (সিএআইসিটি) জানায়, গত মার্চ মাসে চীনে স্মার্টফোন সরবরাহ এক বছর আগের একই সময়ের চেয়ে বেড়েছে ৬৭.৭ শতাংশ। ওই মাসে দেশটির বাজারে স্মার্টফোন সরবরাহ হয় ৩৫.৫ মিলিয়ন ইউনিট। এ সংখ্যা প্রমাণ করছে হ্যান্ডসেট শিল্প করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে।

২০২০ সালে চীনে করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন বাজারও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। কিন্তু ভোক্তা চাহিদা বেড়ে যাওয়ায় এ খাত আবারও ঘুরে দাঁড়িয়েছে। তবে বিশ্বজুড়ে চিপস সংকটের কারণে প্রয়োজনীয় হ্যান্ডসেট উৎপাদনে চ্যালেঞ্জের মুখে পড়েছে কম্পানিগুলো। চাহিদার সঠিক হিসাব না করা, কারখানা বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে চিপস উৎপাদন কমে যায়। এতে স্মার্টফোনসহ সব ধরনের হার্ডওয়্যার শিল্পে চিপসের ঘাটতি তৈরি হয়েছে। 

সূত্র : রয়টার্স।