বাজারে আসছে ফিউচার রেডি নতুন ফাইভজি স্মার্ট ডিভাইস। স্যামসাং বাংলাদেশের সঙ্গে মিলে গ্রাহকদের জন্য প্রি-অর্ডার সুবিধায় গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি নিয়ে এসেছে গ্রামীণফোন। এর মধ্যেই গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। এ ডিভাইসের মাধ্যমে প্রথমবারের মতো স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের ফোনে নিয়ে আসছে এস পেন।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইজির প্রি-অর্ডার ২০ হাজার টাকায় (অফেরতযোগ্য) বুক করা যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি প্রি-অর্ডার দেওয়ার মাধ্যমে গ্রাহকরা ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং একটি স্মার্ট ট্যাগ পাবেন। চোখের ক্লান্তি কমাতে এর ডিসপ্লেতে আছে আই কমফোর্ট শিল্ড। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী এক্সিনোস ২১০০ প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে।
মন্তব্য