চীনা সরকারের নীতি গ্রহণের ফলে জিনজিয়াংয়ের উইঘুর নারীরা ‘মুক্তি’ পেয়েছে—এ মাসে এমন একটা টুইট করে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। উইঘুর মুসলিমদের নিয়ে এই বিতর্কিত পোস্ট করায় দূতাবাসটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার।
চীনা সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা করে দেওয়ার। যদিও বেইজিং এ অভিযোগ অস্বীকার করে আসছে।
টুইটার দাবি করেছে, তাদের নীতি লঙ্ঘন করেছে চীনা দূতাবাসের এ টুইট। তবে চীনা সরকার বলেছে, “ভুল তথ্যের ‘শিকার’ হয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। জিনজিয়াংয়ের উইঘুরদের অনেক ভুলভাল তথ্য ইন্টারনেটে ঘুরে বেড়ায়। যার বেশির ভাগের জন্য দোষী হিসেবে ধরা হয় চীনকে।”
সূত্র : সিএনএন
মন্তব্য