kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বাসার দরজা বন্ধ করতে বা খুলতে চাবির ওপর নির্ভর করবেন সে সময় ক্রমেই অতীত হচ্ছে

৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাসার দরজা বন্ধ করতে বা খুলতে চাবির ওপর নির্ভর করবেন সে সময় ক্রমেই অতীত হচ্ছে

বাসার দরজা বন্ধ করতে বা খুলতে চাবির ওপর নির্ভর করবেন সে সময় ক্রমেই অতীত হচ্ছে। অয়ুরা এনেছে বায়োমেট্রিক স্মার্টলক। এটি খোলা যাবে ফিঙ্গার প্রিন্ট, পাসকোড, ব্লুটুথ, অ্যাপ অথবা ওয়াইফাই গেটওয়ের মাধ্যমে। এ তালা ভাঙা বা হ্যাক করা যায় না। সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বাসা। তালাটির দাম ১৫৯ দশমিক ৯৯ ডলার।

সূত্র : ম্যাশেবল

মন্তব্যসাতদিনের সেরা