kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সোমনোক্স স্লিপ রোবট

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসোমনোক্স স্লিপ রোবট

দেখতে ছোটখাটো বালিশের মতো হলেও আদতে এটা কিন্তু রোবট। ‘সোমনোক্স স্লিপ রোবট’ বিভিন্ন শব্দ করে ব্যবহারকারীকে ঘুম পাড়িয়ে দেবে। এতে মানুষের মতো হৃদস্পন্দনও পাওয়া যাবে। ফলে এটি ধরে ঘুমালে মনে হবে, যেন আপনার সঙ্গে কেউ ঘুমাচ্ছে। ময়লা হলে ধোয়াও যাবে। এটি নিয়ন্ত্রণ করার জন্য আছে মোবাইল অ্যাপ।

সূত্র : ম্যাশেবল

মন্তব্যসাতদিনের সেরা