kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট ঘড়ি ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াচ৩’

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট ঘড়ি ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াচ৩’

বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট ঘড়ি ‘স্যামসাং গ্যালাক্সি ওয়াচ৩’। এ ঘড়িতে বৈচিত্র্য কী থাকবে এবং স্বাতন্ত্র্য কী হবে এসব বিষয় অনেকটাই গোপন রাখা হচ্ছে। গুঞ্জন রয়েছে জুলাই মাসেই এ ঘড়ি বাজারে আসবে। যার মূল্য হতে পারে ৪০০ থেকে ৬০০ ডলার। ৪১ এমএম সাইজের ঘড়িটি ব্লুটুথ ও এলটিই ভার্সন। এটি সিলভার ও কালো রঙের। 

সূত্র : জিএসএমএরিনা।

মন্তব্যসাতদিনের সেরা