করোনার কারণে প্রায় সব দেশেই দেখা দিয়েছে ‘ভেন্টিলেটর’ সংকট। সমস্যা সমাধানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে সহায়তা করা যন্ত্রটি তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ‘টেসলা’। বিভিন্ন দেশকে দ্রুত ও কম খরচে ডিভাইসটি তৈরির সুযোগ দিতে অনলাইনে নিজেদের নকশা উন্মুক্তও করেছে মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট
।