পকেটে টাকা বা ব্যাংকের কার্ড না থাকলেও চিন্তা নেই, পছন্দের পণ্য কিনে স্ক্যানারের সামনে দিয়ে হেঁটে গেলেই পরিশোধ হয়ে যাবে অর্থ। তবে সব দোকান বা শপিং মলে নয়, এ জন্য যেতে হবে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ‘অ্যামাজন গো’ নামের ক্যাশিয়ারলেস স্টোরে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল
।