অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য নতুন শর্টকাট সুবিধা চালু করেছে গুগল ফটোজ। অ্যাপের ‘ইনফো’ ট্যাবের ভেতর চালু করা এই অপশনটি কাজে লাগিয়ে যেকোনো ছবির ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করলেই ‘অ্যাড টু অ্যালবাম’, ‘মুভ টু আর্কাইভ’, ‘ডিলিট ফ্রম ডিভাইস’, ‘অর্ডার ফটো’, ‘স্লাইড শো’ ও ‘প্রিন্ট’ অপশন দেখা যাবে। ফলে অ্যাপটির অন্যান্য ফিচারে প্রবেশ না করেই ব্যবহারকারীরা দ্রুত কাজ সম্পন্ন করতে পারবে।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট
।