ডেস্কটপের আদলে ছবি সম্পাদনার সব সুযোগ দিতে আইপ্যাডের জন্য পূর্ণাঙ্গ সংস্করণের ফটোশপ এনেছে অ্যাডোবি। সংস্করণটিতে রয়েছে ‘ক্লাউড ডকুমেন্ট সিস্টেম’ ও ‘সেনসি এআই’ প্রযুক্তি সুবিধা। ফলে কম্পিউটারে করা ফটোশপের কাজগুলো পরবর্তী সময়ে আইপ্যাডে চালু করে পুনরায় সম্পাদনা করা যাবে।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট
।