kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস

৩৫টি ক্যাটাগরিতে দেওয়া হলো ৬৯ পুরস্কার

টেক প্রতিদিন ডেস্ক   

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩৫টি ক্যাটাগরিতে দেওয়া হলো ৬৯ পুরস্কার

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

এ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে ৩৫ ক্যাটাগরিতে ৬৯টি পুরস্কার পেয়েছে বিভিন্ন প্রকল্প-প্রতিষ্ঠান। বিজয়ী প্রকল্পগুলোকে আইসিটি খাতের অস্কার হিসেবে পরিচিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হবে। শুধু তাই নয়, ভিয়েতনামে অনুষ্ঠেয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশও নিতে পারবে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এবারের আয়োজনে এক হাজার ১৭৫টি আবেদন পুরস্কারের জন্য জমা পড়ে। গতকাল ঢাকার একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সারা দেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তথ্য-প্রযুক্তি প্রকল্পগুলোকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমাদের তথ্য-প্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরা হয়েছে। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়াই বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের লক্ষ্য।

মন্তব্যসাতদিনের সেরা