kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঘুমের তথ্য পর্যালোচনা করে পরামর্শ দেবে গুগল ফিট

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম পর্যালোচনা করে তারা কতক্ষণ ঘুমান, কোন সময় গভীর ঘুম হয় তা জানাবে গুগল ফিট। এমনকি কোন সময় ঘুমালে সেই ব্যক্তির দ্রুত ঘুম আসবে সে পরামর্শও দেবে গুগলের স্বাস্থ্যবিষয়ক অ্যাপটি। ব্যবহারকারীদের ব্যবহৃত এক বা একাধিক ফিটনেস ট্র্যাকার ও ডিভাইসে থাকা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে ‘স্লিপচার্ট’ও তৈরি করবে। ফলে একজন ব্যক্তি প্রয়োজনের তুলনায় কম না বেশি ঘুমাচ্ছে তা জানা যাবে। এ ছাড়া রাতে স্বচ্ছন্দে ব্যবহারের সুযোগ দিতে ‘নাইট মোড’ সুবিধাও যুক্ত করা হয়েছে গুগল ফিট অ্যাপে। আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ মিলবে।

 

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা