নিনটেন্ডার গেইমিং কনসোল কিনতে মন চাইলেও দাম বেশি হওয়ায় অনেকের পক্ষেই কেনা সম্ভব হয় না। বিষয়টি মাথায় রেখে এবার কম দামে গেইমিং কনসোল তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠানটি। ৫.৫ ইঞ্চি স্ক্রিনের ‘সুইচ লাইট’ সংস্করণটির সঙ্গে আকারে ছোট জয়স্টিকও রয়েছে। ২০ সেপ্টেম্বর আসতে যাওয়া কনসোলটি কিনতে গুনতে হবে ১৯৯ ডলার।
টেক প্রতিদিন ডেস্ক. সূত্র : ডেইলি মেইল
মন্তব্য