kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

আসল বদলে নকল অ্যাপ ইনস্টল করছে ‘এজেন্ট স্মিথ’

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসল বদলে নকল অ্যাপ ইনস্টল করছে ‘এজেন্ট স্মিথ’

ব্যবহারকারীদের অজান্তে স্মার্টফোনে থাকা বিভিন্ন অ্যাপ মুছে ফেলে একই নামের ভুয়া অ্যাপ ইনস্টল করছে ‘এজেন্ট স্মিথ’। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় আড়াই কোটি অ্যানড্রয়েড ডিভাইসে আসল অ্যাপ মুছে ফেলে ভুয়া অ্যাপ ইনস্টল করেছে ম্যালওয়্যারটি। ভুয়া অ্যাপগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। নাম এবং কাজের ধরন প্রায় এক হওয়ায় ব্যবহারকারীরা বিষয়টি জানতেই পারছে না। গোপনে অ্যাপ পরিবর্তনের বিষয়টি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্ট। সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে ডিভাইসে ভুয়া প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ শনাক্ত করে মুছে ফেলার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা