নিজেদের তৈরি চারপেয়ে রোবট কুকুরটি এবার বাণিজ্যিকভাবে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে বোস্টন ডাইনামিকস। রোবটটি হাঁটার পাশাপাশি লাফ দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই কেনার সুযোগ মিলবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট
।