kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

উইন্ডোজ ফোনকে বিদায় জানাচ্ছে হোয়াটসঅ্যাপ

১০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউইন্ডোজ ফোন প্ল্যাটফর্ম থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ বছরের শেষ নাগাদ এমনটি করা হতে পারে। ফলে প্ল্যাটফর্মটিতে চলা কোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে না বার্তা বিনিময়ের অ্যাপটি। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো সংস্করণের প্ল্যাটফর্মগুলোর ওপর ভিত্তি করে কোনো প্রযুক্তিসেবা নিয়ে কাজ করছে না হোয়াটসঅ্যাপ। হালনাগাদ প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করলেই শুধু হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ মিলবে।

উল্লেখ্য, এর আগে নকিয়া এস-৪০ (সিম্বিয়াম) এবং ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সমর্থন তুলে নেয় হোয়াটসঅ্যাপ।

  টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা