kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

নতুন দুই স্মার্টফোন আনল ভিভো

টেক প্রতিদিন প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের বাজারে ‘ভিভো ভি১১ প্র’ এবং ‘ভি১১২৫’ মডেলের নতুন দুই স্মার্টফোন আনল ভিভো। স্মার্টফোন দুটির সামনে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকায় ভালোমানের সেলফি তোলা যাবে। শুক্রবার ঢাকার একটি হোটেলে স্মার্টফোন দুটি প্রদর্শন ও বিক্রি শুরুর ঘোষণা দেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক এবং গ্লোবাল ব্র্যান্ড টিমের ব্রেন্ট লরি। অনুষ্ঠানে জানানো হয়, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ৬.৪১ ইঞ্চি এবং ৬.৩ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোন দুটিতে রয়েছে সামনে-পেছনে তিনটি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৬ গিগাবাইট র‌্যাম সুবিধা। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধার ‘ভিভো ভি১১ প্র’ মডেলটির দাম ৩৪ হাজার ৯৯০ টাকা এবং ‘ভি১১২৫’ মডেলটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা।

মন্তব্য