kalerkantho

তিন মডেলের আইফোন ও স্মার্ট ঘড়ি আনল অ্যাপল

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিন মডেলের আইফোন ও স্মার্ট ঘড়ি আনল অ্যাপল

একটি-দুটি নয়, একসঙ্গে তিন মডেলের আইফোন উন্মুক্ত করেছে অ্যাপল। পাশাপাশি ‘অ্যাপল ওয়াচ ৪’ সিরিজের প্রথম স্মার্ট ঘড়িও প্রদর্শন করেছে তারা। নতুন মডেলের আইফোনগুলো হলো ‘আইফোন ১০এস’, ‘আইফোন ১০এসম্যাক্স’ ও ‘আইফোন ১০আর’। ১২ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের দাবি, এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে উন্নত হ্যান্ডসেট হচ্ছে ‘আইফোন ১০এস’। নতুন আইফোন উন্মুক্ত করায় ‘আইফোন ৭’ ও ‘আইফোন ৮’-এর দাম কমানোর ঘোষণাও দিয়েছে অ্যাপল।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্য