kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

প্রেস রিলিজ

বিপিও সামিট উপলক্ষে সেমিনার

১৯ জুলাই, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে চাকরির বিভিন্ন তথ্য নিয়ে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ধানমণ্ডি ক্যাম্পাসে হয়ে গেল সেমিনার। ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠেয় ‘বিপিও সামিট’ উপলক্ষে এ আয়োজন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন জানান, বিপিও সেক্টরে বাংলাদেশের ভালো করার অনেক সুযোগ রয়েছে। বেকার জনগোষ্ঠীর জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে এ সেক্টর। কিন্তু সে অনুযায়ী যোগ্য জনবল খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা