শখের বশে গেইম খেলে থাকেন অনেকেই। খেলার ছলে মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মনোযোগ ক্ষমতা জানাতে মোবাইল গেইম তৈরি করেছে বাংলাদেশি গেইম নির্মাতা রাইজ আপ ল্যাবস। 'ব্রেইনবস' নামের গেইমটির স্ক্রিনে প্রদর্শিত বিভিন্ন রঙের সংখ্যা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক সংখ্যা নির্বাচন করতে হবে। মোট পাঁচবার এ সুযোগ মিলবে।
বিজ্ঞাপন
প্রতিটি ভুল নির্বাচনের জন্য একটি করে সুযোগ কমতে থাকবে। মোট নম্বর যোগ করে মিলবে ফলাফল। গেইমটি অ্যাপস্টোর, গুগল প্লেস্টোর, অ্যামাজন ও উইন্ডোজ স্টোরসহ www.riseuplabs.com/download-games/brain-boss/ সাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। রাইজ আপ ল্যাবসের প্রতিষ্ঠাতা এরশাদুল হক জানান, গেইমটির মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি মনোযোগ ক্ষমতাও বৃদ্ধি করা যাবে। ৬ থেকে ১৪ নভেম্বর গেইমটি নিয়ে বাংলাদেশে আয়োজন করা হবে মোবাইল গেইমিং প্রতিযোগিতার। বিস্তারিত facebook.com/riseuplabs