দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি। তাদের অনেকেই শিক্ষার্থী। তাদের সবাইকে বিনা মূল্যে উইকিপিডিয়ার তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ দিতে পারলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তা সহায়তা করবে। উইকিপিডিয়ার জিরো প্রকল্পের মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে \\\'উইকিপিডিয়া জিরো\\\'
টেক প্রতিদিন ডেস্ক

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে (www.wikipedia.org) সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চালু করা হয় বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহারের প্রকল্প 'উইকিপিডিয়া জিরো'। বাংলাদেশে এ সুবিধার পরিধি বাড়াতে প্রকল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন ক্যারোলিন।
m.wikipedia.org এবং zero.wikipedia.org ঠিকানা থেকে এ সেবা পাওয়া যাবে। সহযোগী হিসেবে থাকছে বাংলালিংক, গ্রামীণফোন ও রবি।
সম্পর্কিত খবর

বছর শেষে আসছে ওপেনএআইয়ের সোরা
টেক প্রতিদিন ডেস্ক

ওপেনএআইয়ের টেক্সট-টু-ভিডিও জেনারেটর ‘সোরা’ আসছে চলতি বছরের শেষে। কম্পানিটির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) মিরা মুরাতি সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সোরা সম্পর্কে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অন্যান্য এআই মডেলের তুলনায় সোরাকে চালানো খুবই ব্যয়বহুল। তার পরও ডাল-ই ৩-এর মতোই হবে সোরার সাবস্ক্রিপশন ফি।
সূত্র : গ্যাজেট ৩৬০ ডিগ্রি

চীনের মুখপাত্র জানালেন
টিকটক নিষিদ্ধ করলে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রেরই
টেক প্রতিদিন ডেস্ক

টিকটক নিষিদ্ধ করার ফলাফল বুমেরাং হয়ে যুক্তরাষ্ট্রকেই ঘায়েল করবে বলে মন্তব্য করেছে চীন। চীনা কম্পানি বাইটডান্সের মালিকানাধীন কম্পানি টিকটককে নিষিদ্ধ করতে ভোট হয়েছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। বুধবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা টিকটককে নিষিদ্ধের জন্য ‘প্রটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেইন অ্যাডভার্সারি কন্ট্রোল্ড অ্যাপ্লিকেশন অ্যাক্ট’ নামের একটি খসড়া আইন পাস করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সিনেট খসড়া আইনটির অনুমোদন দিলে প্রেসিডেন্ট জো বাইডেন একে পূর্ণাঙ্গ আইনে পরিণত করতে পারবেন।
ওয়া ওয়েনবিনের সঙ্গে চীনের মিডিয়াও একাত্মতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীনের কয়েকটি পত্রিকা ব্যঙ্গাত্মক কার্টুনও প্রকাশ করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আছে ১৭ কোটি টিকটক ব্যবহারকারী।
সূত্র : বিবিসি

অ্যাপলের ভিশন প্রোর সহায়তায় মেরুদণ্ডের অপারেশন
টেক প্রতিদিন ডেস্ক

অ্যাপলের ভিশন প্রোর হেডসেটের সহায়তায় অপারেশন করল লন্ডনের ক্রসওয়েল হাসপাতালের একটি চিকিৎসকদল। মেরুদণ্ডের হাড়ে অপারেশন করার আগে প্রস্তুতি হিসেবে হেডসেটটি পরেন দলটির নার্স সুভি ভেরহো। হেডসেটটি পরার পর ভার্চুয়াল স্ক্রিন থেকে বিভিন্ন যন্ত্রপাতি বাছাই করা এবং অপারেশনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি। ইএক্সইএক্স এআই অ্যাপের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হয়।
সূত্র : গিজমোদো

সফটওয়্যার বানিয়ে দেবে বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
টেক প্রতিদিন ডেস্ক

চ্যাটজিপিটিকে কেন্দ্র করে এআই যে ধরনের বিপ্লব ঘটিয়ে যাচ্ছে তা শিগগিরই থামছে না। এআই ছুটছে বুলেট ট্রেনের গতিতে, ঝোড়ো বাতাসে নড়ে যাচ্ছে বিভিন্ন চাকরিক্ষেত্রের ভিত। নিশ্চিত ও নিরাপদ চাকরি হিসেবে পরিচিত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতেও ভীতি ছড়ানো শুরু করেছে এআই। সিলিকন ভ্যালির স্টার্টআপ ‘কগনিটিভ এআই’ তৈরি করেছে ‘ডেভিন’ নামের এক এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট।
এ ছাড়া আগের কথোপকথনের প্রসঙ্গ মনে রাখা, সময়ের সঙ্গে সঙ্গে শেখা এবং হাজার হাজার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ডেভিনের। এতে খুব সাধারণ কিছু ডেভেলপার টুলও যুক্ত করা হয়েছে।
সূত্র : ব্লুমবার্গ