<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু। ২০০৪ সালের ২১ আগস্ট, ২০০৫ সালের ১৭ আগস্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব মিলিয়ে আগস্ট মাসটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্য রকম একটি মাস হিসেবেই চিহ্নিত হয়ে আছে। এবারের আগস্ট মাসটি দেশের রাজনীতিতে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। আরেকটি নির্বাচন আসছে। সেই নির্বাচন ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা সমীকরণ তৈরি হচ্ছে। নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য নির্বাচনের সংজ্ঞা কিংবা শর্ত কী? বিদেশিরা বাংলাদেশের রাজনীতি কিংবা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে? কী করে পারে? নানা মুনির নানা মত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি এক সমাবেশে একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের লক্ষ্য একটাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সরকারের পতন। কারণ সরকার পতনের মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রশ্ন হচ্ছে, সেই নতুন দিগন্তে কি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেপে বসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারের সূর্য উদিত হবে? এরই মধ্যে কেউ কেউ দীর্ঘ মেয়াদের একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেপে বসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শাসনের স্বপ্ন দেখতে শুরু করেছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের পতন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিক সমাজের একটি অংশের কমন লক্ষ্য হচ্ছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারের বিদায়। এরপর দীর্ঘ মেয়াদের একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেপে বসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকার যদি রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি করে, তাতেও তাদের আপত্তি আছে বলে মনে হয় না। রাজনৈতিক সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছলে-বলে-কৌশলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এসে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেপে বসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারের জবাবদিহি তাদের নেপথ্যের কারিগরদের কাছে, সেখানে জনগণ তুচ্ছ।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি সক্রিয় অংশ এবং নাগরিক সমাজের আরেকটি অংশ চায় এ দেশের রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপ করুক। ফলে কখনো প্রভাবশালী কোনো দেশের সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা এ দেশ সফরে এলে, বিশেষ করে একাধিকজনের একটি দল এলে এই অংশটি মনে করে, এ শহরে একদল দেবদূতের আগমন ঘটেছে। তাঁদের ইশারায় সরকারের পতন ঘটবে। নতুন সরকারের আবির্ভাব হবে। আর সে কারণে এই বিদেশিদের আগমনের আগে অনেক রাজনৈতিক দল তাদের কর্মসূচিও স্থগিত করে। তখন তাদের কাছে মনে হয়, এ দেশের রাজনীতি একেবারেই এতিম। সেখানে হস্তক্ষেপের অধিকার যে কারোর আছে। আবার যখন দেখা যায় এ ধরনের ঘটনা তাদের বিপক্ষে যাচ্ছে, তখন ওই বিদেশিদের সম্পর্কে কটু মন্তব্য করতে তাদের একটুও বাধে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাম্প্রতিক সময়ের একটি খবর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল তোলপাড়। কলকাতার আনন্দবাজার ও জার্মানির ডয়চে ভেলের বরাত দিয়ে দেশের গণমাধ্যমেও খবরটি এসেছে। খবরটি এ রকম যে যুক্তরাষ্ট্রকে পাঠানো এক কূটনৈতিক বার্তায় অবস্থান স্পষ্ট করে ভারত জানিয়ে দিয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে তারা। বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র যেসব মন্তব্য করেছে তার সঙ্গে সহমত নয় ভারত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কূটনৈতিক নোটে ভারত জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূ-রাজনৈতিক দিক থেকে তা ভারত ও যুক্তরাষ্ট্র কারোর জন্য সুখকর হবে না। কারণ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে জামায়াতে ইসলামীর মতো সংগঠনের ক্ষমতা বাড়বে বলে মনে করে ভারত। জামায়াত একটি উগ্র মৌলবাদী সংগঠন, ভারতের বার্তায় এ কথা স্পষ্ট করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কূটনৈতিক নোটে বলা হয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ স্থলসীমান্ত আছে। বাংলাদেশে জামায়াতের মতো সংগঠন শক্তিশালী হলে ভারতের সীমান্ত নিরাপত্তা সমস্যার মুখে পড়বে। জামায়াতের মতো সংগঠনের সঙ্গে পাকিস্তানের নিবিড় যোগ আছে বলেই মনে করে ভারত, যদিও যুক্তরাষ্ট্রের মতো ভারতও চায় বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু মন্তব্য বর্তমান বাংলাদেশ সরকারের জন্য বিপজ্জনক বলে মনে করে ভারত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের চিন্তার কারণ হয়ে উঠছে বলেও মন্তব্য করা হয়েছে ওই কূটনৈতিক নোটে। বাংলাদেশের জন্য পৃথক ভিসানীতি করেছে যুক্তরাষ্ট্র। ভারত মনে করে, যুক্তরাষ্ট্রের এই নীতি সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো। আর তিন সপ্তাহ পরই নয়াদিল্লিতে একমঞ্চে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল, যদিও ভারতের এই অবস্থানকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখছে একটি বড় রাজনৈতিক দল। তাদের মতে, ভারতের এই পদক্ষেপ দুঃখজনক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি নিউ ইয়র্কে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। এই রিপাবলিকান বাংলাদেশ ককাসের সদস্য হয়েছেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে। বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে, তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াটি একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন. নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়। যুক্তরাষ্ট্রের আরেক কংগ্রেস সদস্য লোইস ফ্র্যাংকেল মনে করেন, যুক্তরাষ্ট্র নিজেদের বিষয়গুলোতে মাথা না ঘামিয়ে অন্য দেশের নির্বাচন বা সরকার নিয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভণ্ডামি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে ব্যাহত না হয়, এমন যেকোনো পরিস্থিতির ওপর যাতে নজর রাখা হয়, সে জন্য তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটু অন্যদিকে দৃষ্টি ফেরানো যাক। কালের কণ্ঠে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ক্ষমতায় থাকতে নানা ঘটনায় শক্তিধর একাধিক বন্ধু দেশের সঙ্গে দেশের একটি বড় রাজনৈতিক দলের যে দূরত্ব তৈরি হয়েছিল, গত ১৫ বছরেও তা আর মেরামত হয়নি। বরং গত দুই বছরে এই দলের সঙ্গে আরো অন্তত দুটি দেশের সম্পর্ক শীতল হয়েছে। দেশ দুটি হলো জার্মানি ও জাপান। দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কাজ করেন এমন নেতারা কালের কণ্ঠকে বলেছেন, প্রতিষ্ঠাকালে চীন, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে দলটির আস্থার সম্পর্ক ছিল। অনেক নেতা মনে করেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দলটির বিশেষ কোনো সুসম্পর্ক আছে। উদাহরণও আছে। সম্প্রতি ঢাকা সফরে আসা মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে শেষ মুহূর্তে বৈঠক করতে চেয়েছিল দলটি, কিন্তু তাতে সাড়া মেলেনি। এর কয়েক দিন আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফরের সময় দলটির আন্তর্জাতিক সম্পর্ক কমিটি বৈঠক করার আগ্রহ প্রকাশ করে, কিন্তু তেমন কোনো বৈঠক হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওদিকে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইড লাইনে গত ২৩ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ব্রিকসে যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আইআরআইয়ের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৭০ শতাংশ মানুষ সমর্থন করে শেখ হাসিনাকে। এখন কী হবে? </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কিছু আসলে দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির ব্যাপার। কার দৃষ্টি কোন দিকে, কার দৃষ্টিভঙ্গি কেমন, সেটিই বিবেচনার মূল বিষয়। দৃষ্টি বাঁকা হলে দৃষ্টিভঙ্গিও অন্য রকম হবে। যেমনটি দেখা যায় সরকারের বিরোধিতা করে আসা অনেক রাজনৈতিক দলের কর্মকাণ্ডে। ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিছুদিন আগে একটি রাজনৈতিক দলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। কী বিচিত্র! হত্যার রাজনীতির উত্তরাধিকার এভাবেই নিজের পরিচয় তুলে ধরে! ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাও তো আমাদের সবার জানা। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন নানা আয়োজনে দিবসটি স্মরণ করছিল, তখন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বিচারপ্রক্রিয়ার পুরো বিষয়টিই একটি সাজানো নাটক। যেমনটি বলেছিলেন দলটির সাবেক চেয়ারপারসন। ২০০৪ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা তাঁর ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশ্ন করা যেতে পারে, এই দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি আদৌ হবে? কী করে হবে? বিরোধী রাজনৈতিক পক্ষ যে চশমা দিয়ে রাজনীতিটাকে দেখে, সেই রাজনৈতিক চশমার কাচটা বদলাতে হবে। নেতিবাচক কাচটা পাল্টে ইতিবাচক কাচ দিয়ে দেখলে এটা স্পষ্ট হবে যে গত দেড় দশকের গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে গেছে!</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : সাংবাদিক ও ছড়াকার</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">habib.alihabib@gmail.com</span></span></span></span></p> <p> </p>