ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

নেচেগেয়ে উল্লাস ভিকারুননিসায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নেচেগেয়ে উল্লাস ভিকারুননিসায়

এবারের এসএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯৯.৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৯.৫৩ শতাংশ শিক্ষার্থী।

গতকাল শুক্রবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী উপস্থিত সংবাদমাধ্যমগুলোর কাছে এই তথ্য প্রকাশ করেন।

সকাল সাড়ে ১১টার পর এসএসসির ফলাফল টাঙিয়ে দেওয়া হয় ভিকারুননিসা নূন স্কুলের ফটকের বাইরের সীমানাপ্রাচীরে।

ফল হাতে পেয়ে সাফল্যের উল্লাসে ফেটে পড়ে স্কুলটির শিক্ষার্থীরা। ড্রিল ও ড্রামের তালে তালে নেচেগেয়ে উল্লাসে মেতে ওঠে তারা।

সব বিষয়ে জিপিএ ৫ পেয়ে উচ্ছ্বসিত বিজ্ঞান বিভাগের সামিয়া শাহাদাৎ। বন্ধুদের সঙ্গে যোগ দেয় নিজের সাফল্য উদযাপনে।

কালের কণ্ঠকে সে বলে, ‘আমরা সবাই ভালো রেজাল্ট করতে পেরেছি। আমাদের সেকশনের সবাই ভালো ফল করেছে। এটা উদযাপন করতে সবাই স্কুলে এসেছি।’

ভালো ফলে আবেগাপ্লুত সামিয়ার বাবা মো. শাহাদাৎ হাসান বলেন, ‘আজ বন্ধের দিন মেয়েকে নিয়ে এসেছি।

ও গোল্ডেন জিপিএ পাবে, এ বিষয়ে শতভাগ নিশ্চিত ছিলাম।’

বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী অর্পিতা মজুমদার সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে। জোতির্বিদ্যা নিয়ে উচ্চতর পড়ালেখা করতে চায় সে। তার মা সীমা মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘করোনার পরে সিলেবাস নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে যত্নের কোনো কমতি রাখিনি।

তার প্রতিদান হিসেবে মেয়ে অনেক ভালো ফল করেছে।’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুলের দুই হাজার ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দুই হাজার ৮৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। বিভিন্ন কারণে পাস করতে পারেনি ১২ জন।

শিক্ষার্থীদের ভালো ফলে গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ