নিশাঙ্কার সেঞ্চুরি

হারের দায় ব্যাটারদের কাঁধে

গতকাল তাওহিদের সঙ্গে সৌম্য সরকারও রান পেলেন। কিন্তু পরাজিত দলের সদস্য হয়েই থাকতে হলো তাওহিদ, সৌম্যকে। তাওহিদ তবু ১০২ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দায় এড়ালেন, কিন্তু ব্যর্থদের সঙ্গে হারের দায় চাপল সৌম্যর কাঁধেও। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের উইকেটে সৌম্য এবং আমার আরো লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল।’
তরিকুল ইসলাম সজল, চট্টগ্রাম থেকে
তরিকুল ইসলাম সজল, চট্টগ্রাম থেকে
শেয়ার

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

শেয়ার

বড় জয় নাসরিনের

শেয়ার

জোড়া গোল রোনালদোর

শেয়ার

সিরিজের পর ঘোষণা বিশ্বকাপ দল

সর্বশেষ সংবাদ